যোগাযোগের ব্যবস্থা
রাজধানী ঢাকা থেকে নোয়াগাঁও ইউনিয়নের দুরত্ব ২৩ কি:মি: এখানে সাধারন মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাস । এছাড়া ইজি বাইক/সি. এন. জি. বা নিজস্ব যানবাহনে মধ্যবিত্ত ও বিত্তশালীগন ভ্রমন করেন । ইউনিয়নের প্রানকেন্দ্র শেখকান্দি হতে উপজেলা সদরে যোগাযোগের মাধ্যম হচ্ছে সি.এন.জি. ইজিবাবইক । এছাড়া ইউনিয়ন পরিষদ অফিসসহ ইউনিয়নের সকল অভ্যমত্মরীন যোগাযোগের ÿÿত্রে একমাত্র মাধ্যম হচ্ছে রিক্সা ও ইজিবাইক অভ্যমত্মরীন মালামাল পরিবহনে ও ব্যবহৃত হয় নসিমন , ভ্যান, রিক্সা ইত্যাদি। ব্যাবসায় বানিজ্যের ÿÿত্রে ঢাকা সহ দেশের সর্বত্র থেকে মালামাল পরিবহনে ট্রাকের মাধ্যমে আনা-নেওয়া হয়। বর্ষাকালে নদীপথ ও যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস