Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নোয়াগাঁও ইউনিয়ন অফিস
বিস্তারিত

• ব্রিটিশ শাসনামলের আনুমানিক১৯৫৪সালে প্রথম নোয়াগাঁও ইউনিয়ন গঠিত হয় । বর্তমানে ৩০ টি ছোট-বড় গ্রাম নিয়ে নোয়াগাঁও ইউনিয়ন গঠিত।ঐসময়ে ইউনিয়ন এরচেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়।১৯৫৪সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন রেজেক ফকির।তারপর পর্যায়ক্রমে আঃ রহমান, তোরাব আলী, আঃ মান্নান, আঃ বাতেন, মোঃ দেওয়ান উদ্দিন চুন্নু, সামছুল আলম, মোঃ দেওয়ান উদ্দীন চুন্নু , আলহাজ্ব ইউসুফ দেওয়ান দায়িত্ব পালন করেন।

• নোয়াগাঁও ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে নোয়াগাঁও ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। নরেন্দ্র চন্দ্র নন্দী ওহরি দয়াল নদ্দী ছিলেন লাধুরচর গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম তারাই প্রথম নোয়াগাঁও ইউনিয়ন নামের প্রস্তাব কারী ছিলেন। তবে ঐ সময়ে নৌকাই ছিল নোয়াগাঁয়ের একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।